

নারীর শালীনতাহানিকে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা শিল্পে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
ইতিহাসবিকৃত করে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলটির বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন নাটক বানানোর প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছিল।
রিজভী বলেন, বর্তমানে যুবলীগ-ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতারা নারীর সম্ভ্রমহানিকে শিল্পে পরিণত করে ফেলেছে, এগুলোকে তারা তাদের শিল্প মনে করছে। এসব ঘটনা ঢাকার জন্যই তারা তাদের অনুগত সব নাট্যকারকে দিয়ে চটি-বস্তাপচা নাটক রচনা করেছে।
তিনি আরোও বলেন, চারিদিক থেকে ধিক্কার উঠেছে যে, যেখানে নারীর সম্ভ্রমহানি হচ্ছে সেখানেই ছাত্রলীগ। যেখানেই নারীর ওপর নির্যাতন হচ্ছে সেখানেই ছাত্রলীগ না হয় যুবলীগের নেতাকর্মীরা আছে। আপনি এমসি কলেজের কথা বলেন, আপনি পাহাড়ে দেখবেন, গত পরশুই মিরপুরে এক গৃহকর্মীকে শালীনতাহানি করা হয়েছে; কে করেছে? ছাত্রলীগ।
বিএনপির এই মুখপাত্র আরও বলেন, আমি বারবার বলছি এই সরকার আর বেশি দিন নেই। চারদিক থেকে কেন জানি এই সরকারের পতনের আওয়াজ পাওয়া যাচ্ছে।
সূত্র : দৈনিক যুগান্তর