
বাংলাদেশী নাগরিকদের জন্য অনলাইন ভিসা আবেদন পরিষেবা পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
আজ শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছে তারা।
বর্তমানে ভারত অনুমোদিত বাংলাদেশীদের জন্য ভিসা বিভাগগুলো হলো- চিকিৎসা, ব্যবসায়, চাকুরি, এন্ট্রি, সাংবাদিক, কূটনীতিক, কর্মকর্তা, জাতিসংঘের কর্মকর্তা এবং জাতিসংঘের কূটনীতিক। এছাড়াও শীগ্রই ভিসার অন্যান্য বিভাগগুলো পুনরায় আবার চালু করা হবে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

এর আগে, গত ১২ মার্চ মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সব দেশের নাগরিকদের ভিসা দেয়া স্থগিত ঘোষণা করে ভারত।
সূত্র : বিডি প্রতিদিন।